Breaking News

বরিশাল ডিভিসন এ্যসোসিয়েসন এর পক্ষ থেকে বার্ষিক বনভোজন

বরিশাল ডিভিসন এ্যসোসিয়েসন এর পক্ষ থেকে বার্ষিক বনভোজন ও মিলন মেলা গতকাল ফক্সটন সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে । এ্যসোসিয়েসনের সভাপতি ডাঃ জিয়াউল হক এবং সাধারন সম্পাদক আবুল উদ্দীন নাসিরের নেতৃত্বে ও নুরুল ইসলামের সার্বিক তত্বাবধানে বৃহত্তর বরিশাল অঞ্চলের লন্ডনে বসবাসরত পরিবার গুলোর সদস্যরা অংশগ্রহন করেন।

অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘনো পরিবেশে শিশুদের আনন্দের সীমা ছিলনা। দীর্ঘ প্রায় দুই বছর করোনা মহামারিতে সামাজিক দুরত্বের নাভিস্বাস ওঠার পর এই বনভোজন ছিল সত্যিই উন্মুক্ত পরিবেশে বাধাহীন স্বাধীনতার স্বাদ। ইংল্যন্ডে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত বৃহত বরিশালের প্রবাসীদের মধ্যে যারা বনভোজনে উপস্থিত থেকে অনুষ্ঠানের শোভা বৃদ্ধি করেন তারা হলেন যথাক্রমে সাঈদ আরিফ হোসেন কাজী,

নাশিদ রহমান , মোঃ বোরহান উদ্দীন ,মোঃ নূরুল ইসলাম (মুলাদি ), বাবুল শরীফ , মোঃ জলিলুর রহমান , হাসিনুল ইসলাম তুহিন , মোঃ মঞ্জুর হোসেন , নূরুল ইসলাম , খান সাইয়ান কবির , সরদার আনজার হোসেন , মোঃ ইউসুফ আলী, মোঃ ইমতিয়াজ হোসেন, সাজ্জাদুল ইসলাম সাগর , হোসেন আব্দুলাহ নয়ন , মোঃ আবদুর রহমান খোকা , হাদিছুর রহমান খান হায়দার , রাসেদুল ইসলাম তালুকদার , সামসুদ্দোহা খন্দকার , আবু সুফিয়ান হালিম , নাজমুল হাসান সজীব , প্রমুখ ও তাদের পরিবার বর্গ।

সুন্দর আবহাওয়ায় মনোরম পরিবেশে সমুদ্র সৈকতে বারবিকিউর ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এ্যসোসিয়েসনের সভাপতি ডাঃ জিয়াউল হক এবং সমাপনি বক্তব্য রাখেন সাঈদ অরিফ হোসেন কাজী। সাইয়ান , আনজার ,মঞ্জু ও ইমতিয়াজের সংগীত পরিবেশন এবং সাজ্জাদ কর্তৃক শিশুদের মধ্যে নানাবিধ খেলনা বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি

Check Also

জামায়াত মহানগরী দক্ষিণ শাখার বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *