Breaking News
The leader of the Taliban negotiating team Mullah Abdul Ghani Baradar looks on the final declaration of the peace talks between the Afghan government and the Taliban is presented in Qatar's capital Doha on July 18, 2021. - Representatives of the Afghan government and Taliban insurgents held talks in Doha as violence raged in their country with foreign forces almost entirely withdrawn. The two sides have been meeting on and off for months in the Qatari capital, but the talks have lost momentum as the insurgents made battlefield gains. (Photo by KARIM JAAFAR / AFP) (Photo by KARIM JAAFAR/AFP via Getty Images)

আফগানিস্তান পুনর্গঠনে চীনকে পাশে চায় তালেবান

আফগানিস্তান পুনর্গঠনের চীন ভূমিকা রাখতে পারে বলে এক সাক্ষৎকারে জানিয়েছেন তালেবান মুখপাত্র সুহাইল শাহিন।বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিজিটিএনকে তিনি এ কথা বলেন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোতে এরইমধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে, দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তালেবানকে স্বীকৃতি দিতে পারে। এ ব্যাপারে চীনা নাগরিকদের মধ্যেও ইতিবাচক মনোভাব তৈরির চেষ্টা করা হচ্ছে।

রয়টার্স বলছে, গত সপ্তাহে কাবুলের পতনের আগে থেকেই চীনের সঙ্গে যোগাযোগ করে আসছে তালেবান। গত মাসেই চীনের বন্দর শহর তিয়ানজিনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দেখা করে তালেবানের প্রতিনিধিদল। এখন আফগানিস্তানের দখল তালেবানের কাছে আসার পর দেশটির দিকে চীন নজর দেবে বলে ধারণা বিশ্লেষকদের।

Check Also

আফগানে স্থিশীলতা চায় জামায়াত

ভ্রাতৃপ্রতিম দেশ আফগানিস্তানে তিন যুগের অধিক সময় ধরে চলে আসা অস্থিরতা, সহিংসতায় জান-মাল, ইজ্জত-আব্রুর সীমাহীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *