নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিভিন্ন বিভাগের জন্য ৪টি ভিন্ন পদে নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে।
পদের নাম: অধ্যাপক
১. যন্ত্রকৌশল বিভাগ ১ জন
২. ইটিই বিভাগ ১ জন
বেতন: ৫৬৫০০/- থেকে ৭৪৪০০/-
পদের নাম: সহযোগী অধ্যাপক
১. পুরকৌশল বিভাগ ১ জন
২. সিএসই বিভাগ ১ জন
৩. গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ১ জন
৪. মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ১ জন
বেতন: ৫০০০০/- থেকে ৭১২০০/-
পদের নাম: সহকারী অধ্যাপক
১. পুরকৌশল বিভাগ ১ জন
২. বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগ ১ জন
৩. ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ১ জন
৪. আইআইসিটি বিভাগ ২ জন
৫. আইইইএস ১ জন (অধ্যাপক পদের বিপরীতে)
বেতন: ৩৫৫০০/- থেকে ৬৭০১০/-
পদের নাম: প্রভাষক
১. পুরকৌশল বিভাগ ২ জন
২.. ইউআরপি বিভাগ ২ জন (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)
৩. আর্কিটেকচার বিভাগ ২ জন (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)
৪. ত ও ই কৌশল বিভাগ ২ জন (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)
৫. সিএসই বিভাগ ২ জন (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)
৬. ইটিই বিভাগ ২ জন (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)
৭. ইসিই বিভাগ ২ জন (তন্মধ্যে ১টি অধ্যাপক ও ১টি সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)
৮. যন্ত্রকৌশল বিভাগ ২ জন (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)
৯. আইপিই বিভাগ ১ জন (অধ্যাপক পদের বিপরীতে)
১০. জিসিই বিভাগ ২ জন (অধ্যাপক পদের বিপরীতে)
১১. ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ১ জন (অধ্যাপক পদের বিপরীতে)
১২. কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ ২ জন (এর মধ্যে ১টি অধ্যাপক পদের বিপরীতে)
১৩. পদার্থবিদ্যা বিভাগ ১ জন
১৪. রসায়ন বিভাগ- ২ জন
১৫. আইআইসিটি ১ জন (অধ্যাপক পদের বিপরীতে)
১৬. আইইইএস ১জন
বেতন: ২২০০০/- থেকে ৫৩০৬০/-
আবেদনের নিয়ম: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্লাটফরম http://www.jobs.ruet.ac.bd/- এ আবেদন করতে হবে। পরে আবেদনপত্রের নমুনা সংগ্রহ করে ১৭ জুলাইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ বিভাগে পাঠাতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে https://www.ruet.ac.bd/notice/job-circular-for-teachers-1-এ ঠিকানায়।
আবেদনের শেষ সময়: আগ্রহীরা ১৭ জুলাই পর্যন্ত আবেদনপত্র পাঠাতে পারবেন।