দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে চিহ্নিত করোনা ভ্যারিয়েন্ট এবং নিয়মিত করোনার বিরুদ্ধে অত্যন্ত কার্যকর জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা ভ্যাকসিন। এটির একটি ডোজ করোনা ও করোনা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে মানুষকে সুরক্ষা দেবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন কর্তৃক এক গবেষণায় জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের এমন কার্যকারিতা প্রমাণিত হয়েছে।
বুধবার প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে- দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের চিহ্নিত হওয়া করোনার নতুন রূপসহ নিয়মিত করোনার বিরুদ্ধে এবং করোনা প্রতিরোধে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন অত্যন্ত কার্যকর।
জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা ভ্যাকসিনের ওপর যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসনের ক্লিনিক্যাল ট্রায়ালগুলোতে দেখা গেছে, করোনা এবং করোনা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতা যুক্তরাষ্ট্রে ৮৫.৯ শতাংশ, দক্ষিণ আফ্রিকায় ৮১.৭ শতাংশ এবং ব্রাজিলে ৮৭.৬ শতাংশ কার্যকর হয়েছে।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসনের ১০ সদস্যের একটি স্বাধীন প্যানেল শিগগিরই একটি বৈঠকে বসে ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলাফলগুলো ব্যবহারের জন্য অনুমোদন দেবে।
ক্লিনিক্যাল ট্রায়ালে আরও দেখা গেছে, কোভিড-১৯ এর বিরুদ্ধে কার্যকারিতার দিক থেকে ফাইজার, অ্যাসট্রাজেনিকা ও মোদার্না ভ্যাকসিনের তুলনায় এটি অধিক কার্যকর।
ক্লিনিক্যাল ট্রায়ালে নিয়োজিত বিশেষজ্ঞরা বলেছেন, জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনগুলো মানবদেহের ফুসফুসের ক্ষতিগ্রস্ত কোষগুলোতে প্রোটিন তৈরি করতে সহায়তা করে, যে কারণে মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
By opting for this version of the treatment, you can be relatively spontaneous to have sex at any time, instead of having to plan ahead like with other erectile dysfunction treatments. generic cialis Various scientific studies have shown that there is a slight difference between the efficacy of the two modes of treatment.