Breaking News

পরনির্ভরতার পরিবর্তে সকলকে আত্মনির্ভরশীল হওয়ার প্রচেষ্টা চালাতে হবে

আত্মনির্ভরশীল হলে জাতিও আত্মনির্ভরশীল হয়ে উঠবে। আর জামায়াতে ইসলামী একটি কল্যাণকামী ও গণমুখী রাজনৈতিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষকে আত্মনির্ভরশীল করার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে ধারাবাহিকতায় আজ আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে কর্মমুখী করে তোলার জন্য সেলাই মেশিন বিতরণ করছি।

আমাদের এই প্রচেষ্টায় কেউ ন্যুনতম উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করবো। তিনি পরনির্ভরতার পরিবর্তে সকলকে আত্মনির্ভরশীল হওয়ার প্রচেষ্টা চালানোর আহবান জানান। তিনি আজ রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল থানা পশ্চিম আয়োজিত সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

থানা আমীর মু. আতাউর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মোঃ ইউছুফ আলী মোল্লা, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা গোলাম মাওলা, অফিস সম্পাদক রাশেদুল ইসলাম, শিবিরের থানা সভাপতি আয়ান মাহমুদ ও জামায়াত নেতা শামীম হোসাইন প্রমূখ। সেলিম উদ্দিন বলেন, জনগণের সকল সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের।

আর এর বিপরীতে নাগরিক রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে এবং কর দেয়। কিন্তু দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় জনগণ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন। তাই জামায়াতে ইসলামী দেশকে সুখী, সমৃদ্ধ, আত্মর্ভিরশীল ও কল্যাণরাষ্ট্রে পরিণত করার জন্য দীর্ঘ আন্দোলন চালিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী এই কাজে সফল হলে এবং দেশকে কল্যাণরাষ্ট্রে পরিণত করতে পারলে রাষ্ট্রই জনগণের সকল সমস্যার সমাধান করবে। তিনি দেশকে কল্যাণরাষ্ট্রে পরিণত করার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

La dysfonction érectile peut survenir pour diverses raisons [1]. L’une des plus courantes en particulier chez les hommes âgés est que, lorsque le cerveau envoie un signal d’excitation sexuelle, les artères ne se dilatent pas suffisamment et le sang n’afflue pas assez dans le pénis. cialispascherfr24 Après avoir pris du Sildénafil, du Tadalafil ou du Vardénafil, qui sont des substances actives, respectivement du Viagra , Cialis , Levitra , ce problème est résolu simplement.

Check Also

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস। তিনি বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, ভাষা আন্দোলনের নেতা, ডাকসুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *