ইউ এবং ইউকে ব্রেক্সিট বানিজ্য চুক্তিতে উপনীত হতে পেরেছে। প্রধানত সমুদ্র সীমায় মৎস্য সম্পদ আহরন এবং ব্যবসাবাণিজ্যের নিয়মাবলী নিয়েই উভয় পক্ষের মধ্যে কয়েক মাস ধরে দর কষাকষি চলছিলো। ডাউনিং স্ট্রিট থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা ব্রেক্সিট সম্পন্ন করতে পেরেছি এবং ভবিষ্যতের অসাধারণ সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে সক্ষম হব’।
ব্রিটেনের প্রধানমন্ত্রী বোরিস জনসন আজই ব্রেক্সিট নিয়ে সংবাদ সম্মেলন করবেন। অপরদিকে ইইউ প্রধান উরসুলা ফন দের লেয়েন বলেছেন, এটা ন্যায্য এবং সুষম চুক্তি হয়েছে। ব্রাসেল্স্ এ সংবাদ সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রধান বলেন, একটি দীর্ঘ এবং প্যাঁচানো পথ পরিক্রমা শেষে আমরা একটি ভাল চুক্তি করেছি। তিনি আরও বলেন,
এখন অতীতের দিকে না তাকিয়ে ভবিষ্যতের কথা চিন্তা করা উচিত। উরসুলা লেয়েন আশা প্রকাশ করেন যে, ইউকে বিশ্বস্ত সাথী হিসেবেই থাকবে। সমুদ্রের মৎস্য সম্পদ আহরণের চুক্তি পুরোপুরি বাস্তবায়নের জন্য সাড়ে পাঁচ বছরের সমাপ্তিকাল থাকবে বলে সংবাদ সম্মেলনে ইংগিত দেয়া হয়েছে। সূত্রঃ বিবিসি