Breaking News

ঢাকায় বিকট শব্দে বিস্ফোরিত হলো ফ্লোর টাইলস

একটা কাজে বাসার বাইরে (উত্তরাতেই) গিয়েছিলাম। হঠাত বৌ এর ফোন । ভয় চিৎকার চেচামেচিতে কিছুই বুঝা যাচ্ছিল না। শুধু বুঝলাম বাসায় কোন একটা দূর্ঘটনা ঘটেছে।

তাড়াতাড়ি বাসায় ফিরলাম। ফিরে দেখি বাসার ড্রইং রুমের প্রবেশ মুখের টাইলস গুলো অনেকখানি জায়গা জুড়ে ভেংগে গিয়েছে।

মেয়ের ভাষায় ” হঠাৎ মনে হলো বাসায় কে যেন বোমা ফাটাচ্ছে। ড্রইং রুমে যেয়ে দেখি একটার পর একটা টাইলস বিকট শব্দে ফেটে যাচ্ছে আর এর টুকরোগুলা গুলির মত সজোরে বিভিন্ন দেওয়ালে আঘাত করছে।

আমরা সবাই ভয়ে বারান্দায় গিয়ে আশ্রয় নেই। পরে ঐখান থেকেই বাসার কেয়ারটেকারকে ৪ তলা থেকে ডাকলে সে এবং অন্যান্য লোক এসে সবাইকে উদ্ধার করে।”

পরে দুইজন টাইলস মিস্ত্রি কে দেখাই। বাসাটাও কিন্তু পুরানো না, কয়েক বছর আগের কেনা। ওদের ভাষ্য মতে অনেক সময় টাইলসের নীচে ফাপা থাকলে বাতাস/গ্যাস জমে থাকে সেটাই একসময় বিকট শব্দে ফেটে বেরিয়ে আসে।

এরকম ঘটনা নাকি তারা আগেও দেখেছে। আমি এই প্রথম দেখলাম। শুকরিয়া আল্লাহর দরবারে বড় কোন অঘটন ঘটেনি। ঐ সময়টাতে ড্রইং রুমে কেও ছিলনা। থাকলে আজকের লেখাটা হয়তো অন্যরকম হতে পারতো।

Check Also

সিরাজুস সালেহীনকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য জনাব সিরাজুস সালেহীনকে পুলিশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *