নিজস্ব প্রতিবেদন ঃ অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা করে নানাভাবে হুমকি পাচ্ছেন এক ব্যক্তি। শুধু নিজের জীবনের নিরাপত্তার ঝুঁকি নয়, একই সাথে পরিবারের সদস্যদের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন তিনি। বিদেশে অবস্থান করায় শারীরিকভাবে তার উপর হামলা না হলেও সরকার সমর্থক নেতা কর্মীদের থেকে রক্ষা পাননি তার মা। আর তাই মা ও পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছেন আল আমিন।
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বাস করছেন আল আমিন। সোমবার পূর্ব লন্ডনের একটি হলে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। বেশ কয়েকটি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে তিনি জানান তার বাবার নাম মোঃ আব্দুর রহমান ও মাতার নাম রাবেয়া বেগম। বাংলাদেশে তাদের স্থায়ী ঠিকানা ঃ ৮০ নং পশ্চিম ধোলাইপুর, গেন্ডরিয়া, ঢাকা। লন্ডনের ওডগ্রীনে বাস করছেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিরোধী রাজনীতির সাথে জড়িত থাকায় অনলাইনে বাংলাদেশের সরকারের সমালোচনা করে লেখালেখি করি। মাঝে মাঝে সরকারের মন্ত্রী ও প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ করে কিছু কার্টুন ফেইসবুকে আপলোড দিয়েছি। লন্ডনে আমি ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল নামে একটি মানবাধিকার সংগঠনের সাথে যুক্ত আছি। এসব করা আমার গণতান্ত্রিক অধিকার। ব্রিটেনের মতো উন্নত দেশে এসব কাজে কোন সমস্যা হয়না দেখেছি আমি। কিন্তু সরকার সমর্থক কিছু ব্যক্তি ঐকাজের জন্য আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। দেশে আমাকে না পেয়ে তারা আমাদের বাসায় ভাংচুর করে এবং আমার বাবা ও মায়ের উপর হামলা করে। এমতাবস্থায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি মনে করি সাংবাদিকরা জাতির বিবেক। গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমি আমার পরিবারের নিরাপত্তার জন্য সরকারের নিরাপত্তা বাহিনীর কাছে সহায়তা চাই। আপনারা আমাদের পরিবার ও আমার বৃদ্ধ বাবা ও মাকে বাচাঁন।
সংবাদ সম্মেলনে আল আমিন তার লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় তার সাথে ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মাহবুব আলী খানশূর উপস্থিত ছিলেন।