Breaking News

এমসি কলেজ হোস্টেলে গণধ’র্ষ’ণ: ছাত্রলীগ কর্মীদের রুম থেকে দেশি-বিদেশি অ’স্ত্র উ’দ্ধার

সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজের হোস্টেলে স্বা’মীকে আটকে রেখে তরুণীকে গ’ণ’ধ’র্ষ’ণের ঘ’টনায় অ’ভিযু’ক্ত ছাত্রলীগ ক’র্মীদের ধরতে সাঁ’ড়াশি অ’ভিযান শু’রু করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ অ’ভিযু’ক্ত এক ধ’র্ষ’কের রুম থেকে দেশি-বিদেশি অ’স্ত্র উ’দ্ধার করেছে। তবে এখন পর্যন্ত অ’ভিযু’ক্ত কা’উ’কে গ্রে’প্তার করতে পারেনি পুলিশ।

বিষয়টি নি’শ্চিত করে শাহপরাণ থানার ভা’রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, আমরা রাতে এমসি কলেজের হোস্টেলে অ’ভিযান চালিয়ে সাইফুর রহমানের রুম থেকে একটি পা’ইপগা’ন, চারটি রা’মদা ও এ’কটি চাকুসহ বিভিন্ন জিনিস উ’দ্ধার করি। তাদের বি’রু’দ্ধে অ’স্ত্র মা’ম’লা প্র’ক্রিয়া’ধীন।

এর আগে সন্ধ্যায় স্বা’মীর সঙ্গে এমসি কলেজে ঘুরতে এসেছিলেন ওই তরুণী। এ সময় কলেজ ক্যা’ম্পাস থেকে মহানগর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের জোরপূর্বক কলেজের ছাত্রবাসে নিয়ে যায়।

সেখানে একটি কক্ষে স্বা’মীকে আ’টকে রেখে ত’রুণীকে গণধ’র্ষণ করে তারা। রাত ১১টায় শাহপরাণ থানা পুলিশ তাদের উ’দ্ধার করে। বর্তমানে ওই তরুণী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে চি’কিৎসা’ধীন রয়েছেন।

অ’ভিযু’ক্ত এ ক’র্মীরা সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রী’ড়াবিষয়ক স’ম্পাদক র’ণজিৎ সরকারের অনুসারী বলে জানা গেছে।

এ বিষয়ে এমসি কলেজের হোস্টেল সুপার জামাল উদ্দিন বলেন, শুনেছি কারা স্বামী-স্ত্রী’কে আ’টক রাখে হোস্টেলে। পরে পুলিশ গিয়ে তাদের উ’দ্ধার করে। এর বাইরে তিনি আর কোনো ম’ন্তব্য করতে রাজি হননি।

এমসি কলেজের অধ্যক্ষ সালেহ আহমদ বলেন, ঘ’টনাস্থ’লে পুলিশ রয়েছে। তারা বিষয়টি দেখছে। তবে যতটুকু জেনেছি স্বামী-স্ত্রী’কে কারা হোস্টেলে আ’টক করে রেখেছিল।

Check Also

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস। তিনি বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, ভাষা আন্দোলনের নেতা, ডাকসুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *