Breaking News

সিরিয়া থেকে তেল চুরি করছে মার্কিন সেনারা

সিরিয়ার আলজাজিরা অঞ্চল থেকে তেল চুরি করে নিয়ে যাচ্ছে মার্কিন সেনারা। চুরির পর তা ইরাকের মধ্যদিয়ে পাচার করছে।

রোববার সানার খবরে বলা হয়েছে, সিরিয়া থেকে চুরি করা তেলভর্তি ৩০টি ট্যাংকারের একটি বহর আল-ইয়ারুবিয়া এলাকায় আল-ওয়ালিদ অবৈধ ক্রসিং দিয়ে প্রতিবেশী ইরাকে প্রবেশ করেছে।

কুর্দিশ সিরিয়ান ডেমোকেটিক ফোর্সেসের সহযোগিতায় সিরিয়ার উত্তর ও পূর্বাঞ্চলের বেশিরভাগ তেলক্ষেত্র নিয়ন্ত্রণ করছে তারা।

Check Also

আফগানে স্থিশীলতা চায় জামায়াত

ভ্রাতৃপ্রতিম দেশ আফগানিস্তানে তিন যুগের অধিক সময় ধরে চলে আসা অস্থিরতা, সহিংসতায় জান-মাল, ইজ্জত-আব্রুর সীমাহীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *