Breaking News

‘মান্না বেঁচে থাকলে শাকিব এই পর্যায়ে আসতে পারতেন না’

চিত্রনায়ক মান্না বেঁচে থাকলে শাকিব খান এই পর্যায়ে আসতে পারতেন না বলে মন্তব্য করেছেন ‘ইতিহাস’খ্যাত চিত্রনায়ক ও পরিচালক কাজী হায়াতের ছেলে কাজী মারুফ।

তিনি বলেছেন, এখন যে পর্যায়ে শাকিব খান অবস্থান করে নিয়েছেন, মান্না আংকেল বেঁচে থাকলে শাকিব খান তা পারতেন না। কারণ মান্না আংকেলের সিনেমা নিয়ে যে ভাবনা ছিল, শাকিব খানের সেটা নেই। বর্তমান অবস্থানে আসতে শাকিবকে অনেক কষ্ট করতে হতো।

সম্প্রতি এক ফেসবুক লাইভে অংশ নিয়ে উপস্থাপক তানভীর তারেকের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন কাজী মারুফ।

মারুফ শুধু শাকিব খানের প্রসঙ্গই টানেননি, মান্নার কারণেই তিনি সিনেমায় নায়ক হতে পেরেছেন বলে মন্তব্য করেন।

প্রয়াত চিত্রনায়ক মান্নার প্রশংসায় মারুফ বলেন, তিনি ফিল্ম পলিটিক্স খুব ভালো বুঝতেন। কোন ছবিতে কাকে ব্যবহার করলে তার সিনেমাটি হিট হবে তিনি তাই করতেন। আর এই গুণ শাকিব খানের নেই বলে দাবি করেন মারুফ।

উদাহরণ দিয়ে বলেন, মৌসুমী ও শাবনূর জনপ্রিয় নায়িকা। তাদের একসঙ্গে কেউ সিনেমায় আনতে পারেননি। মান্না আংকেল ঠিকই তাদের একসঙ্গে নিয়ে এসে সিনেমা নির্মাণ করে সুপারহিট করে নিলেন। এই যে তার ফিল্ম পলিটিক্স এটা কারও ভেতরেই ছিল না। যেটা শাকিব খানেরও নেই। তাই শাকিব খানকে মান্না আংকেল বেঁচে থাকলে তাকে অনেক সাধনা করতে হতো। শাকিব নিজেও কিন্তু এই বিষয়টি স্বীকার করেন।

বেঁচে থাকলে ২০২০ সালে এসে মান্নারই রাজত্ব চলত বলে মনে করেন কাজী মারুফ।

Check Also

আজিজ মোহাম্মদ ভাইয়ের ব্যাংক হিসাব জব্দ

ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *