গত কয়েক মাস ধরে লাদাখে চীনের স’ঙ্গে সী’মান্ত নিয়ে সং’ঘাত চলছে ভারতের। এবার সেই লাদাখেই লা’উডস্পিকার দিয়ে ভারতীয় সেনাদের পাকিস্তানী গান শোনাচ্ছে চীনের সেনারা। খবর হি’ন্দুস্তান টাইমস ও জিনিউজের।
বলা হচ্ছে, ভারতীয় সেনাদের মনোবল ভা’ঙতেই চীনের পক্ষ থেকে এমনটি করা হচ্ছে। ভারতে এক সাবেক সেনাপ্রধানের জানায়, ষাটের দশকেও এমন প’ন্থা অবলম্বন করেছিল চীন।
এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ভাবেই চীনের সঙ্গে খা’রাপ স’ম্পর্ক চাইছে না তারা।
লাদাখের গা’লওয়ান উ’পত্যকায় গত ১৫ জুন চীন ও ভারতীয় সেনাদের মধ্যে র’ক্ত’ক্ষয়ী সং’ঘর্ষ হয়। ওই ঘ’টনায় ভারতের ২০ জন সেনা নি’হত হয়।
এরপরেও লাদাখ সী’মান্তে ভারতীয় সেনাদের সঙ্গে চীনের সেনাদের একাধিক বার সং’ঘর্ষ হয়েছে।