Breaking News

ভারতীয় সেনাদের মন ভাঙতে সী’মান্তে লাউডস্পিকারে গান বাজাচ্ছে চীন

গত কয়েক মাস ধরে লাদাখে চীনের স’ঙ্গে সী’মান্ত নিয়ে সং’ঘাত চলছে ভারতের। এবার সেই লাদাখেই লা’উডস্পিকার দিয়ে ভারতীয় সেনাদের পাকিস্তানী গান শোনাচ্ছে চীনের সেনারা। খবর হি’ন্দুস্তান টাইমস ও জিনিউজের।

বলা হচ্ছে, ভারতীয় সেনাদের মনোবল ভা’ঙতেই চীনের পক্ষ থেকে এমনটি করা হচ্ছে। ভারতে এক সাবেক সেনাপ্রধানের জানায়, ষাটের দশকেও এমন প’ন্থা অবলম্বন করেছিল চীন।

এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ভাবেই চীনের সঙ্গে খা’রাপ স’ম্পর্ক চাইছে না তারা।

লাদাখের গা’লওয়ান উ’পত্যকায় গত ১৫ জুন চীন ও ভারতীয় সেনাদের মধ্যে র’ক্ত’ক্ষয়ী সং’ঘর্ষ হয়। ওই ঘ’টনায় ভারতের ২০ জন সেনা নি’হত হয়।

এরপরেও লাদাখ সী’মান্তে ভারতীয় সেনাদের সঙ্গে চীনের সেনাদের একাধিক বার সং’ঘর্ষ হয়েছে।

Check Also

আফগানে স্থিশীলতা চায় জামায়াত

ভ্রাতৃপ্রতিম দেশ আফগানিস্তানে তিন যুগের অধিক সময় ধরে চলে আসা অস্থিরতা, সহিংসতায় জান-মাল, ইজ্জত-আব্রুর সীমাহীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *