Breaking News

‘অনেক বড় ক্রিকেটারকেও মানুষ মনে রাখে না’

ভারতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া তারকা ক্রিকেটার মনোজ তিওয়ারি বলেছেন, মহামারী করোনাভাইরাসের কারণে চারদিকে যা দেখছি, মন খারাপ হয়ে যায়। এত মৃত্যু! কোভিড তো রয়েছেই। উত্তরপ্রদেশে তিন বছরের মেয়েও ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না! অবাক হয়ে যাচ্ছি! এমনিতেই সংবেদনশীল ছিলাম। কোভিডের জন্য আরও বেশি হয়ে গেছি।

ভারতের হয়ে ১২টি টেস্ট আর ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা তিওয়ারি আরও বলেছেন, খেলা ছাড়ার পরেও যেন সবাই আমাকে মানুষ হিসেবে মনে রাখেন, সেই চেষ্টাই করছি। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে চাই। অনেক বড় ক্রিকেটারকেও মানুষ মনে রাখে না। কিন্তু ভালো মানুষ হলে সবাই মনে রাখে। সেই চেষ্টাই করছি।

করোনার কারণে গৃহবন্দি হয়ে পড়া মনোজ আরও বলেছেন, মানসিকভাবে এবং ফিটনেসের দিক দিয়ে এখন তৈরি আছি, মাঠে নেমে পড়ার অপেক্ষা। মানসিকভাবে তৈরি হওয়াই সবচেয়ে বড় কথা। সেটা করে ফেলেছি। পেটে খিদে থাকলে কতদিন এভাবে বাড়িতে বসে থাকা যায়?

৩৪ বছর বয়সী এ অলরাউন্ডার আরও বলেছেন, আমাদের সবাইকে করোনা পরিস্থিতির দিকে নজর রাখতেই হবে। সব নির্দেশ মানতে হবে। না হয় সবাইকে ভুগতে হবে।

Check Also

এক সুনিল ছেত্রীর কাছেই হেরে গেল বাংলাদেশ

২০২২ বিশ্বকাপ আর ২০২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের লড়াইয়ে আজ কাতারের দোহায় মুখোমুখি হয়েছিল বাংলাদেশ আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *