গত ২৫ মার্চ দু’র্নীতির দুই মা’মলার সাজা স্থ’গিত করে নির্বাহী আদেশে বেগম জিয়াকে ৬ মাসের জা’মিনে মু’ক্তি দেয়া হয়। সে অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর বেগম জিয়া সাজা স্থ’গিতাদেশের মেয়াদ শে’ষ হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশ যেতে চাইছেন। শি’গগিরই অ’নুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করবে তার পরিবার।
রোববার (২ আগস্ট) রাতে বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবন ফিরোজায় আলোচনা শেষে গণমাধ্যমকে এসব কথা জানান তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। স’ন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত সাড়ে ৯ টা পযন্ত খালেদা জিয়ার স’ঙ্গে এ’কান্ত বৈঠক শেষে সাং’বাদিকদের এ কথা জানান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এসময় বেগম জিয়ার ছোট ভাই শামীম এ’স্কান্দারও বৈঠকে ছিলেন।
খালেদা জিয়ার আইনজীবী জানান, বিএনপি চেয়ারপারসনের শা’রীরিক অ’বস্থার অ’বনতি ঘ’টছে। তার উ’ন্নত চিকি’ৎসা ও হাঁ’টুর রি’প্লেসমেন্টের চি’কিৎসার জন্য তাকে অবশ্যই বিদেশে যেতে হবে। তাই বেগম জিয়ার পরিবার সরকারের কাছে বিদেশে চি’কিৎসার সুযোগ চেয়ে ও তার সাজার স্থ’গিতাদেশের মেয়াদ বাড়ানোর আবেদন করবেন।
তিনি আরো বলেন, সেপ্টেম্বরে খালেদা জিয়ার মু’ক্তির মেয়াদ শেষ হবার আগেই আবেদনটি করা হবে। বেগম জিয়া খুবই অ’সুস্থ জানিয়ে তার আইনজীবী জানান, ঈদের দিন দুপুরের খাবার খাওয়ার পর রোববারে রাত পর্যন্ত বেগম জিয়া কিছু খেতে পারেননি। তার হাতের স’মস্যাও বেড়েছে। ক’রোনার কারণে হাসপাতালে গিয়ে প’রীক্ষাও করাতে পারছেন না।