ক’রোনা প্র’ভাব ঠে’কাতে মালয়েশিয়ায় রি’কভারি মু’ভমেন্ট ক’ন্ট্রোল অ’র্ডার চলাকালীন সময়ে বিভিন্ন বি’ধিনিষেধ ল’ঙ্ঘনের কারণে ৬১৭ জনকে আ’টক করেছে দেশটির আ’ইনশৃঙ্খলা র’ক্ষাকারী বা’হিনী।
আ’টককৃতদের মধ্যে ২০ জনকে রি’মান্ডে নেয়া হয়েছে ও বাকিদের বি’রুদ্ধে আ’ইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত ২৬ জুলাই মালয়েশিয়ার সংবাদ মাধ্যম মালায় মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে আটকের কারণ হিসেবে বলা হয়েছে, রি’কভারি মু’ভমেন্ট ক’ন্ট্রোল অ’র্ডার এর বি’ধিনিষেধ উ’পেক্ষা করে নাইট ক্লা’ব পরিচালনা,
সা’মাজিকতা দূরত্ব না মানা, বিভিন্ন স্বা’স্থ্যবিধি না মানার কারণে তাদের আ’টক করা হয়েছে।
তবে এর মধ্যে কতজন প্রবাসী রয়েছেন এ বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি।মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী দাতুক সেরী ইসমাইল সাবরি ইয়াকুব বলেছেন, ৪ হাজার ২৩৮টি শপিং মল, ৫ হাজার ৯০২টি রেস্টুরেন্ট,
এক হাজার ২২৫টি কারখানা, ৩ হাজার ৬৩৪টি ব্যাংক, ৬৮২টি সরকারি কার্যালয়, এক হাজার ২০৫টি স্থলক্ষেত্র, ২৩২টি জলসীমায়, ৮৮টি এয়ার টার্মিনালে এই অ’ভিযান পরিচালনা করা হয়েছে।
এছাড়াও সী’মান্ত দিয়ে অ’বৈধ অ’ভিবাসী অ’নুপ্রবেশ ঠে’কাতে সারা দেশে ৬৭টি রোড ব্ল’ক দিয়ে ৩৪ হাজার ২২৪টি যানবাহন ত’ল্লাশি করা হয়েছে।
মালয়েশিয়ার আবাসন ও স্থানীয় সরকার মন্ত্রণালয় জানিয়েছে, ১৩৪টি জোনে ৯ হাজার ৩৭৬টি স্থানে স্যা’নিটেশন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।