Breaking News

কা’শ্মীরি নারীদের ধ’র্ষণের আহ্বান জানালেন সাবেক ভারতীয় মেজর

কা’শ্মীরিদের হ’ত্যা ও ধ’র্ষণ করতে ভারতীয় সেনাদের আহ্বান জানিয়েছেন প্রাক্তন ভারতীয় আর্মি অফিসার এসপি সিনহা।

শনিবার নিউজ চ্যানেল টিভি-৯ ভারতব’র্ষের এক টকশোতে তিনি এ আ’হ্বান জানান।

নব্বইয়ের দশকের গোড়ার দিকে উপত্যকা থেকে হি’ন্দু প’ন্ডিতদের বের করে দেয়ার প্র’তিশোধ হিসেবে সেখানে ধ’র্ষণকে স’মর্থন করেছেন তিনি।

টকশোতে অংশ নেয়া অন্যান্য সদস্যরাও এ ম’ন্তব্যের বি’রোধিতা করেন। এসময় টকশো উপস্থাপক আ’পত্তি জানিয়ে বলেন, আপনি কখনোই এমন ম’ন্তব্য করতে পারেন না।

এদিকে প্রা’ক্তন সেনা অফিসারের এই মন্তব্যের পর রীতিমতো ঝ’ড় উঠেছে সো’শ্যাল মিডিয়ায়।

অনেকেই তাকে ক্ষ’মা চাইতে বলছেন। অনেকেই তাকে বিচারের কা’ঠগড়ায় দাঁড় করানোর কথা বলছেন।

এরই মধ্যে বেশ কিছু নেটিজেন দাবি করেছেন, ভারতের স’শস্ত্র বাহিনী বিশেষ ক্ষ’মতা আইনের আওতায় সুর’ক্ষিত থাকে সিনহার মতো ধর্ষ’ণ সম’র্থনকারী সেনারা।

Check Also

আফগানে স্থিশীলতা চায় জামায়াত

ভ্রাতৃপ্রতিম দেশ আফগানিস্তানে তিন যুগের অধিক সময় ধরে চলে আসা অস্থিরতা, সহিংসতায় জান-মাল, ইজ্জত-আব্রুর সীমাহীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *