Breaking News

পাকিস্তান বনাম ইংল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

দীর্ঘদিন বন্ধ থাকার পর জুলাইয়ে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মধ্য দিয়ে ফের মাঠে গড়াচ্ছে ক্রিকেট। ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শেষে আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ খেলবে ইংল্যান্ড।

আসন্ন পাকিস্তান বনাম ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে ম্যাচ সিডিউল প্রকাশ করা হয়েছে। ইংল্যান্ড সফরে তিনটি টেস্ট আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান।

আগামী ৫ আগস্ট ম্যানচেস্টারে প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে। ১৩ আর ২১ আগস্ট সাউদাম্পটনে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ম্যাচ। একই ভেন্যুতে ২৯ ও ৩১ আগস্ট আর ২ সেপ্টেম্বর টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে চলতি মাসের ২৮ তারিখ ইংল্যান্ডের উদ্দেশে পাকিস্তান ত্যাগ করবেন আজহার আলী ও বাবর আজমরা। তবে ইংল্যান্ডে পৌঁছার পর ১৪ দিন কোয়ারিন্টিনে থাকতে হবে পাকিস্তানি ক্রিকেটারদের।

Check Also

এক সুনিল ছেত্রীর কাছেই হেরে গেল বাংলাদেশ

২০২২ বিশ্বকাপ আর ২০২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের লড়াইয়ে আজ কাতারের দোহায় মুখোমুখি হয়েছিল বাংলাদেশ আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *