বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা ডাঃ ফয়সাল ইকবাল চৌধূরী আজ তার পেইজবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছেন, সিএমএসডি সৃষ্টির পর আজ অবধি চিকিৎসক ছাড়া কেউই এর পরিচালক এর দায়িত্বে ছিলেন না, এই প্রতিষ্ঠানের পরিচালক পদে প্রশাসনের কাউকে মেনে নেয়া যায় না,
আশাকরি কেন্দ্রীয় বিএমএ এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহন করবেন। তিনি আরো লিখেন, যেখানে সারা বাংলাদেশের চিকিৎসকদের প্রাণের দাবী স্বাস্থ্য মন্ত্রনালয়ের সচিব সহ গুরুত্বপূর্ণ পদে চিকিৎসক দিতে হবে। সেখানে সিএমএসডি’র মত একটি অতীব গুরুত্বপূর্ণ জায়গায় প্রশাসনের কাউকে পদায়ন কাম্য নহে।
আজকে বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে করোনা মোকাবেলা কেন হযবরল, একমাত্র কারন যাদের করোনা সম্পর্কে নূন্যতম জ্ঞান নাই তারাই হচ্ছে এসব কমিটির হর্তা কর্তা। টেকনিক্যাল পার্সন ছাড়া স্বাস্থ্য মন্ত্রনালয়ের গুরুত্বপূর্ন পদে যারা বসে আছেন
তাদের পরিকল্পনাহীনতা ও অজ্ঞতার কারনে এই লেজে গোবরে অবস্থা। পরিশেষে তিনি লিখেন, অবিলম্বে সিএমএসডির পরিচালক পদে নন চিকিৎসক অতিরিক্ত সচিব এর পদায়নের আদেশ বাতিল করে একজন সৎ যোগ্যতম চিকিৎসক পরিচালক পদায়ন করতে হবে।-এশিয়ান টাইমস্