করোনা আক্রান্ত একজন নাগরিক ও তার পরিবার কে এয়ার এম্বুলেন্সে করে নিজ দেশে ফিরিয়ে নিলো এরদোগানের তুরস্ক !
👉তুবা আহসান একজন তুর্কি নাগরিক, যে বিয়ে করেছিল বাংলাদেশি একজন নাগরিককে। কিছুদিন আগে তুবা আহসান এবং তার পরিবারের কয়েক সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয় এবং শ্বশুর মারা যায়।
এক পর্যায়ে তার বড় বোন তুরস্ক থেকে টুইট করে, এরা বাংলাদেশে কোন চিকিৎসা পাচ্ছে না, এমনকি তাদেরকে টেস্টও করা হচ্ছে না।এই টুইটের প্রেক্ষিতে আজকে তুরস্ক থেকে এয়ার এম্বুলেন্স পাঠান সে দেশের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান।
আজকে তুবা, তার স্বামী এবং তিন বছরের দুই জমজ কন্যা ঢাকা ত্যাগ করে। সাথে সাথে আমাদের কেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো নাগরিক অধিকার কাকে বলে?