Breaking News

করোনা সন্দেহে কেউ কাছে না আসায় লা’শ নিয়ে একাই ভ্যান চালালেন কনস্টেবল

নিউজ ডেস্ক : করোনাভাইরাসে মৃ’ত্যু হয়েছে সন্দেহে গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পাশে পড়ে থাকা লা’শটির কাছে যায়নি কেউ। অবশেষে ম’রদে’হ রিকশাভ্যানে তুলে এক পুলিশ সদস্য চালিয়ে থানায় নিয়ে যান বলে খবর পাওয়া গেছে।

আনুমানিক ৫০-৬০ বছর বয়সী মৃ’ত ওই বৃ’দ্ধের পরনে সাদা রংয়ের হাফ শার্ট, লুঙ্গি ও মাথায় সাদা রঙের টুপি ছিল। মৃ’তের পরিচয় পাওয়া যায়নি জানিয়ে গাছা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, লা’শ ময়না তদন্তের জন্য শনিবার সকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে গাছা থানার পুলিশ কনস্টেবল রুবেল মিয়া জানান, শুক্রবার রাত ২টার দিকে সাইনবোর্ড এলাকার ডিউটি করছিলেন। এমন সময় তিনি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর ৫০-৬০ বছর বয়সী অজ্ঞাত এক বৃ’দ্ধ অ’চেতন অবস্থায় পড়ে রয়েছেন বলে খবর পান।

“অনেকক্ষণ ধরে তার নিথর দে’হ রাস্তার পাশে পড়ে থাকলেও করোনাভাইরাসে আক্রা’ন্ত হয়ে মা’রা গেছেন সন্দেহে কেউ তার পাশে যায়নি। তবে কনস্টেবল রুবেল মিয়া গিয়ে দেখতে পান বৃ’দ্ধে দেহ র’ক্তাক্ত। তার ধারণা অজ্ঞাত কোনো গাড়ি ওই ব্যক্তিকে চাপা দিয়েছে।

রাত গভীর হওয়ায় বৃদ্ধের দে’হটি বহন করার জন্য কোনো গাড়ি পাচ্ছিলেন না তিনি। এ সময় এক রিকশা-ভ্যান চালককে লা’শটি থানায় নেওয়ার অনুরোধ করেন। তবে “সেই চালকও তার ভ্যানে লা’শটি না তুলতে আমাদের হাতে-পায়ে ধরেন। “পরে নিজেই ভ্যানটিতে লা’শটি তুলে চালিয়ে থানায় নিয়ে যাই।”

Check Also

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস। তিনি বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, ভাষা আন্দোলনের নেতা, ডাকসুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *