Breaking News

তামিমের মাধ্যমে বিপিএল নিয়ে বিসিবিকে রোহিতের পরামর্শ

তামিম ও রোহিত শর্মার মধ্যে লাইভ ভিডিও চ্যাটে আলাপচারিতার এক পর্যায়ে তামিমের মাধ্যমে বিপিএল নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে উদ্দেশ্য করে রোহিতের পরামর্শ । রোহিত বলেন, ‘বাংলাদেশে ক্রিকেটের ব্যাপারে অনেক আবেগপ্রবন।

এমনটা বাংলাদেশ ছাড়া আর কোথাও দেখিনি যেটা সত্যি। আমার মনে হয় এই উৎসাহটা যদি দর্শকদের মাঝে ছড়িয়ে দেয়া যায়, দুই-তিনজন খেলোয়াড় যদি নির্দিষ্ট একটি ফ্রাঞ্চাইজির হয়ে খেলে কয়েকবছর তাহলে ভক্ত কূল বেজ বৃদ্ধি পাবে।

দর্শকরাও একটা দলকে সেভাবেই সাপোর্ট করবে। ধরো তুমি সহ আরও কয়েকজন ঢাকার হয়ে অনেক বছর খেললে। আমার মনে হয় বিসিবির এমন কিছু করা উচিৎ।রোহিত শর্মা আরও বলেন, ‘দুই তিনজন মূল খেলোয়াড়কে একদলে অনেক বছর রাখা, নাহলে দর্শকদের উৎসাহ হারিয়ে যাবে।

ধরো তারা তোমার জন্য একদলকে সমর্থন দিচ্ছে, এরপর শুনলো তুমি অন্য দলে চলে গেছ, তখন তাঁদের আরেক দলকে সমর্থন দিতে হচ্ছে। আমাদের মনে রাখা উচিৎ দর্শকরাই এই খেলার আগ্রহ আরও বাড়িয়ে দেয়। সেটা শুধু ক্রিকেট না, যেকোনো খেলাই হতে পারে। আমাদের কাছেও ভক্তদের গুরুত্ব অনেক বেশি। তুমি তাঁদের খেয়াল না রাখলে তারাও তোমার খেয়াল করবে না।’

Check Also

এক সুনিল ছেত্রীর কাছেই হেরে গেল বাংলাদেশ

২০২২ বিশ্বকাপ আর ২০২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের লড়াইয়ে আজ কাতারের দোহায় মুখোমুখি হয়েছিল বাংলাদেশ আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *