Breaking News

ঢাকা মেডিক্যালের করোনা ইউনিটে আরো ১০ জনের মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গতকাল বৃহস্পতিবার আরো ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে একজন পুরুষ এবং এক নারীসহ করোনার উপসর্গ নিয়ে অন্যরা মারা যান। এ দিকে ২ মে থেকে শুরু করা করোনা ইউনিটে গতকাল বিকেল ৫টা পর্যন্ত এই হাসপাতালে নারী ও পুরুষ মিলে ১১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২০ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আলাউদ্দিন আল আজাদ জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বৃহস্পতিবার ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে ১ জন পুরুষের এবং এক নারীসহ অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা যায়। ২ মে থেকে শুরু করা করোনা ইউনিটে বৃহস্পতিবার বিকেল ৫টা পযর্ন্ত এই হাসপাতালে নারী ও পুরুষ মিল ১১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২০ জন করোনাক্রান্ত হয়ে। তিনি আরো বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আপডাউন করছে। এই মহামারী কতদিন থাকবে একমাত্র আল্লাহই জানেন। জনসাধারণ কষ্টের মধ্যে দিন কাটাছেন। যারা করোনাভাইরাসে উপসর্গ নিয়ে মারা গেছেন তাদের লাশ আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। আর করোনা পজিটিভে মারা গেছেন সেই সব লাশ প্রর্যায়ক্রমে তাদের আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে বলেও জানান তিনি।

Check Also

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা বয়স্ক মানুষের শরীরে করোনা প্রতিরোধে ৮০ ভাগ কার্যকর।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা বয়স্ক মানুষের শরীরে করোনা প্রতিরোধে ৮০ ভাগ কার্যকর। আর গুরুতর অসুস্থতা বা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *