করোনা পরিস্থিতিতে খুলনার গৃহবন্দী মানুষের জন্য ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল।
শুক্রবার বাদজুমা ৫নং ওয়ার্ডের সরকারি বীণাপাণি প্রাথমিক স্কুল প্রাঙ্গণে কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের পৃষ্ঠপোষকতায় এবং খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাড. ফজলে হালিম লিটনের সভাপতিত্বে পাঁচ শতাধিক অসচ্ছল প্রতিবন্ধী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ প্রসঙ্গে রকিবুল ইসলাম বকুল বলেন, করোনা সংকটে আমরা খুলনা-৩ আসনের ৫ হাজার নিম্নআয়ের পরিবারের কাছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। আজ ৫০০ প্রতিবন্ধী পরিবারের কাছে খাদ্যসামগ্রী সরবরাহের কার্যক্রম শুরু হল। আমরা সমাজসেবা অধিদফতর ও আমাদের নিজস্ব সূত্র থেকে এ তালিকা প্রণয়ন করেছি। এ সব প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে আমাদের নেতাকর্মীরা খাদ্যসামগ্রী পৌঁছে দেবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মীর কায়ছেদ আলী, স ম আবদুর রহমান, জাহিদুল ইসলাম, সিরাজুল হক নান্নু, শেখ সাদি, শাহিনুল ইসলাম পাখি, আবুল কালাম জিয়া, সাজ্জাদ হোসেন তোতন, বিপ্লবুর রহমান কুদ্দুস, মুর্শিদ কামাল, শেখ ইমাম হোসেন, আবু সাইদ আব্বাস, কাজী নেহিবুল হাসান নেহিম, মাসুদ পারভেজ বাবু প্রমুখ।