করোনাভাইরাসের কারণে অসহায় রাজধানীর শ্রমজীবী ও খেটে খাওয়া গরিব মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিএনপি। বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটির ৫টি ওয়ার্ডে গত নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিল প্রার্থী ও স্থানীয় নেতারা এসব বিতরণ করেন।
উত্তর সিটির বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের তত্ত্বাবধানে এসব ত্রাণ বিতরণ পরিচালিত হয়ে আসছে। ঢাকা উত্তরের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন, ১৫ নম্বর ওয়ার্ডে ভাষানটেক থানা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া মাখন ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন বকুল
এবং ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অধ্যক্ষ লিয়াকত আলী, ১৭ নম্বর ওয়ার্ডে খিলক্ষেত থানা বিএনপির সভাপতি হাজী এস এম ফজলু ও সাংগঠনিক সম্পাদক সি এম আনোয়ার এবং ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন নিজ নিজ এলাকায়
অসহায়দের মধ্যে খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। এছাড়া ঢাকা উত্তরের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহফুজ হোসেন খান সুমন ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক তাদের এলাকায় অসহায়দের মধ্যে বিশেষ উপহার বিতরণ করেন।