Breaking News

বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের তত্ত্বাবধানে পাঁচ ওয়ার্ডে বিএনপির ত্রাণ বিতরণ

করোনাভাইরাসের কারণে অসহায় রাজধানীর শ্রমজীবী ও খেটে খাওয়া গরিব মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিএনপি। বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটির ৫টি ওয়ার্ডে গত নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিল প্রার্থী ও স্থানীয় নেতারা এসব বিতরণ করেন।

উত্তর সিটির বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের তত্ত্বাবধানে এসব ত্রাণ বিতরণ পরিচালিত হয়ে আসছে। ঢাকা উত্তরের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন, ১৫ নম্বর ওয়ার্ডে ভাষানটেক থানা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া মাখন ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন বকুল

এবং ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অধ্যক্ষ লিয়াকত আলী, ১৭ নম্বর ওয়ার্ডে খিলক্ষেত থানা বিএনপির সভাপতি হাজী এস এম ফজলু ও সাংগঠনিক সম্পাদক সি এম আনোয়ার এবং ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন নিজ নিজ এলাকায়

অসহায়দের মধ্যে খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। এছাড়া ঢাকা উত্তরের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহফুজ হোসেন খান সুমন ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক তাদের এলাকায় অসহায়দের মধ্যে বিশেষ উপহার বিতরণ করেন।

Check Also

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস। তিনি বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, ভাষা আন্দোলনের নেতা, ডাকসুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *