যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশ অধিনায়ক আকবর আলীর হার না মানা ব্যাটিং ইতিহাস হয়ে থাকবে। আকবরের ঠাণ্ডা মাথায় ধৈর্য্য ধরে খেলা ইনিংসই শিরোপার স্বাদ এনে দিয়েছে। শনিবার ফেসবুক লাইভে আকবর আলীর সেই অসামান্য ব্যাটিং শৈলির প্রশংসা করলেন মুশফিকুর রহীম।
আকবর প্রসঙ্গে মুশফিক বলেন, ‘আমি আসলে অত ছোট বয়সে এত প্রতিভাধর ছিলাম না। আকবর আলীর পারফর্মেন্স ও তার ধৈর্য্য দেখে আমি বিস্মিত হয়েছিলাম।’ এরপরই আকবরের উদ্দেশ্যে কড়া প্রশ্ন ছুড়েন মুশফিক। তিনি বলেন, ভারতের সঙ্গে ফাইনালে উইকেটে যাওয়ার অল্প কিছুক্ষণ পর হঠাৎ এক স্পিনারকে স্লগ সুইপ করে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা হাঁকাল আকবর।
ওই সময় দল ছিল চাপে। শটটি ছক্কা না হয়ে সীমানার আশপাশে ক্যাচও হয়ে যেতে পারত। তাই আমি জানতে চাই তখন ওই শট কেন খেলল আকবর? নাকি হুট করে হয়ে গেছে ব্যাপারটা? অগ্রজপ্রতিম মুশফিকের এমন কড়া প্রশ্নে মোটেই বিচলিত হননি আকবর।
জবাব তিনি বলেন, আসলে সেদিন ৪ উইকেট হারানোর পর ভারতীয় ফিল্ডাররা ৩০ গজের ভেতরে এসে ফিল্ডিং করছিল। যে কারণে আমরা স্বচ্ছন্দে সিঙ্গেলস-ডাবলস নিতে পারছিলাম না। ভারতীয়রা যে টার্গেট দিয়েছিল তা এভাবে সিঙ্গেলস নিয়েই পার করা যেত। সেটা ভেবেই হয়তো তাদের বেশিরভাগ ফিল্ডার ৩০ গজের ভেতরে চলে এসেছিল।
ওই সময় আমার মনে হলো কয়েকটা শট তুলে মেরে বাউন্ডারি পার করতে পারলে হয়তো ফিল্ডারদের ছড়িয়ে ছিটিয়ে দেবে ওরা। সে সুযোগে সিঙ্গেলস নেয়া সহজ হবে। সেই ভাবনা থেকেই ছক্কা হাঁকিয়েছিলাম। এবং আমি সফলও হয়েছিলাম। ওই ছয়ের পর ভারতীয়রা ফিল্ডারদের ওপেন করে দেয়।