পটুয়াখালীর বাউফলে তিন নারীকে প্রকাশ্যে নির্যাতনের ঘটনায় ইউপি মেম্বার ও বগা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতির মিজানুর রহমানকে (৪০) শনিবার দুপুরে র্যাব-৮ সদস্যরা গ্রেফতার করেছে।
জানা গেছে, উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামের আবদুস ছত্তার হাওলাদারের সাথে একই এলাকার ইউপি সদস্য মিজানুর রহমানের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। ৩ মে ছত্তারের জমি থেকে মুগ ডাল তুলতে যান মিজানুর ও তার লোকজন।
এতে বাধা দিলে মিজানুর ও তার লোকেরা ছত্তারের স্ত্রী রাশিদা বেগম (৫০), ভাতিজি মোসা. কুলসুম বেগম (৩২) ও পুত্রবধূ মোসা. লাকি বেগমকে (২৫) টেনেহিচড়ে তিন নারীকে প্রকাশ্যে বিবস্ত্র করে নির্যাতন করে তারা। এক নারীর পা ভেঙ্গে দেয়। তখন গুরুতর আহত অবস্থায় ওই তিন নারীকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় ছত্তারের ছেলে মো: নূরুল ইসলাম বাদি হয়ে মিজানুরকে প্রধান আসামি করে সাত ব্যক্তির বিরুদ্ধে পরের দিন বাউফল থানায় মামলা করেন।
বাউফল থানার ওসি মো: মোস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, পটুয়াখালী র্যাব-৮-এর সদস্যরা শনিবার দুপুরে বগা বন্দর এলাকা থেকে মিজানুরকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে।