Breaking News

ফেসবুক অ্যাকাউন্টের বিষয়ে মির্জা ফখরুল যা বললেন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকদিন থেকে লক্ষ্য করছি যে, কুচক্রী মহল কর্তৃক আমার নামে ভূয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে।

আমি এর আগেও বলেছি এবং এখনো অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, আমার নামে আমি কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি। সুতরাং এই সমস্ত ভূয়া ফেসবুক অ্যাকাউন্টের কোনো মতামতের সঙ্গে আমার কোনো ধরণের সংশ্লিষ্টতা নেই এবং এর কোনো দায় দায়িত্ব আমার নেই।

সংশ্লিষ্টদের অনুরোধ করবো এই সব ভূয়া অ্যাকাউন্ট খুলে আমার নামে চালানো থেকে বিরত থাকার জন্য। তিনি বলেন, ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আমার নামে বানোয়াট বক্তব্য ও মতামত প্রকাশের বিব্রতকর অবস্থা থেকে আমাকে পরিত্রাণ

দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ফেসবুক কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্যাডে নিজে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

Check Also

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস। তিনি বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, ভাষা আন্দোলনের নেতা, ডাকসুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *