Breaking News

কঠিন ক্যান্সারে আক্রান্ত অমিত শাহ?

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে করা একটি টুইটে দেশটির সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে। এই করোনাকালে রাজনীতির মাঠও গরম হয়ে উঠেছে।

সম্প্রতি একটি টুইটার হ্যান্ডেলে দাবি করা হয়, বোন ক্যান্সারে ভুগছেন ভারতের এই স্বরাষ্ট্রমন্ত্রী। তার আরোগ্য লাভের জন্য এই রমজাম মাসে ভারতীয় মুসলিমদের প্রার্থনা করতে অনুরোধ করা হয় ওই টুইটে।

অমিত শাহের ছবি সম্বলিত নীল টিক চিহ্নের ওই টুইটে অনেকটাই বিচলিত হয়ে পড়েন বিজেপি সমর্থিত নেটিজেনরা।

তবে ওই টুইটের কয়েক ঘণ্টার মধ্যে ভারতের সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশ করে টুইটারের ওই পোস্টটি ভুয়া দাবি করে।

আজ শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে এ বিষয়ে একটি টুইট করে বিষয়টি ভুয়া বলে জানানো হয়।

অমিত শাহ সুস্থ আছেন জানিয়ে সেখানে বলা হয় এমন কোনো টুইট তার অ্যাকাউন্ট থেকে করা হয়নি। সম্পূর্ণ বিষয়টি ভুয়া।

টুইট পোস্টে অমিত শাহ বলেন, আমি সম্পূর্ণ সুস্থ এবং কোনো রোগে আক্রান্ত নই। গত কয়েক দিন ধরে আমার নজরে পড়েছে কিছু মানুষ আমার স্বাস্থ্য নিয়ে গুজব ছড়াচ্ছেন। অনেকে আমার মৃত্যুও কামনা করেছেন। আমি বলতে চাই কারও খারাপ স্বাস্থ্য নিয়ে গুজব রটলে তার আয়ু আরো দীর্ঘায়িত হয়।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

Check Also

আফগানে স্থিশীলতা চায় জামায়াত

ভ্রাতৃপ্রতিম দেশ আফগানিস্তানে তিন যুগের অধিক সময় ধরে চলে আসা অস্থিরতা, সহিংসতায় জান-মাল, ইজ্জত-আব্রুর সীমাহীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *