Breaking News

গবেষকদের হাতে শতভাগ সফল পরীক্ষাই হলো করোনার ‘মারণাস্ত্র’ এর বিষয়ে

অবশেষে খোঁজ মিলল একটি মনোক্লোনাল অ্যান্টিবডির, যা করোনাভাইরাসকে সম্পূর্ণ রূপে ধ্বংস করতে সংক্ষম। নেদারল্যান্ডের উট্রেচট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পরীক্ষা করে দেখেছেন গবেষণাগারে করোনা ধ্বংস করতে এই অ্যান্টিবডি শতভাগ কাজ করছে।

তবে মানুষ বা অন্য কোনও প্রাণীর শরীরে ক্লিনিক্যাল ট্রায়াল না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবেনা। তাদের এই গবেষণা সম্পর্কে সোমবার জার্নাল নেচার কমিউনিকেশনসে যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে নিশ্চিত করে বলা হয়েছে করোনাভাইরাসকে সমূলে মারতে পারে এই অ্যান্টিবডি।

৪৭ডি১১ নামের এই অ্যান্টিবডি সরাসরি আঘাত হানে ভাইরাসের স্পাইক প্রোটিনে। তারপর সম্পূর্ণভাবে খতম করে দেয় নোভেল করোনাভাইরাসকে।

তবে উট্রেচট বিশ্ববিদ্যালয়ের গবেষক বেরেন্ড জান বোস অবশ্য জানিয়েছেন, আরো গবেষণার প্রয়োজন যে মানব শরীরে এই অ্যান্টিবডি একা কিংবা অন্য কোনো ড্রাগের সঙ্গে সম্মিলিতভাবে প্রবেশ করালে সুফল মেলে কিনা তা জানার জন্য।

ওই জার্নালে আরো বলা হয়েছে, মনোক্লোনাল অ্যান্টিবডি হলো আসলে গবেষণাগারে প্রস্তুত অ্যান্টিবডি যা ভাইরাসের একটি অংশকে আক্রমণ করে পুরো ভাইরাসকে শেষ করে দেয়। এর আগে মনোক্লোনাল অ্যান্টিবডিকে কাজে লাগিয়ে ক্যানসার চিকিৎসায় নতুন দিশা মিলেছে।

ইবোলার ক্ষেত্রেও দুধরনের মনোক্লোনাল অ্য়ান্টিবডিতে সুফল মিলেছিল। এক্ষেত্রেও কি মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়ে করোনা যুদ্ধ জয় হবে! শীঘ্রই ক্লিনিক্যাল ট্রায়াল হলে সেই প্রশ্নের উত্তর মিলবে। জিনিউজ।

Check Also

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস। তিনি বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, ভাষা আন্দোলনের নেতা, ডাকসুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *