Breaking News

সাঈদীর মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় শিক্ষক আটক

মাওলানা দেলোওয়ার হোসাইন সাঈদীর মুক্তি জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী কে এন ইনস্টিটিউশনের সহকারি প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ ।

অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ সোলায়মান ইসলাম (৪০) হোসেনের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা গ্রামে। তার বিরুদ্ধে ঘিওর উপজেলা যুবলীগের সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক সোহাগ বাবু বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ঘিওর থানয় মামলা করেন। এরই প্রেক্ষিতে পুলিশ রোববার দিবাগত রাতে তেরশ্রী এলাকায় ভাড়া বাসা থেকে ওই শিক্ষককে আটক করে।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেলোওয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবি জানিয়ে শনিবার বিকেলে ওই শিক্ষক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন।

ঘিওর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, করোনা ভাইরাস সংক্রমণে সারাদেশে মানুষ যখন আতঙ্কিত ঠিক তখন সরকারের ভাবমুর্তি নষ্ট করতে এমন উসকানিমূলক পোস্ট দেয়াতে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রোববার রাতে অভিযুক্ত ওই শিক্ষককে আটক করা হয়েছে।

Check Also

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস। তিনি বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, ভাষা আন্দোলনের নেতা, ডাকসুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *