সিআইডির এসপি পরিচয় দিয়ে এক লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় আলমডাঙ্গা থানা পুলিশ নওগাঁর রাণিগঞ্জ থেকে আকমল হোসেন মামুন (৪৯) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে। তিনি সিরাজগঞ্জ জেলার সরকাটারি গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২ এপ্রিল সিআইডির এসপি আতিক পরিচয় দিয়ে করোনায় ত্রাণ দেওয়ার নামে আলমডাঙ্গা উত্তরা ট্রেডার্সের ম্যানেজার মহেশ কুমার ভৌতিকার নিকট ১ লাখ টাকা দাবি করে। পরে মহেশ কুমার ভৌতিকা ৫০ হাজার টাকা দিতে বাধ্য হয়। এ ঘটনায় মহেশ ভৌতিকা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন।
আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আলমঙ্গীর কবীর জানান, গ্রেপ্তার প্রতারক বিভিন্ন সময় নিজেকে ডিসি, এসপিসহ সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে ধনাঢ্য ব্যবসায়ীদের নিকট চাঁদাবাজি করে থাকে। তাদের একটি চক্র আছে। এই চক্রটি গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।