Breaking News

যৌক্তিক দাবী:৬ মাসের মেস ভাড়া মওকুফ চায় জাতীয় ছাত্রসমাজ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন শিক্ষার্থীদের ৬ মাসের মেস ভাড়া মওকুফের দাবি জানিয়েছে জাতীয় ছাত্রসমাজ। বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে সারা দেশের শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলন করে এই দাবি জানানো হয়।

জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন লিখিত বক্তেব্য বলেন, দেশের বেশিরভাগ শিক্ষার্থী নিম্মবিত্ত পরিবারের সন্তান। তাদের অনেকের অভিভাবক কৃষক, দিনমজুর, শ্রমিক,

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও খেটে খাওয়া দিনমজুর। এ কারণে দেশের বেশিরভাগ শিক্ষার্থী পড়ালেখার পাশাপাশি প্রাইভেট পড়ানো ও কোচিং করান। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতিতে সবকিছু বন্ধ

থাকায় ভাড়ার চাপে বেকায়দায় পড়েছেন মেসে থাকা শিক্ষার্থীরা। কিন্তু তাদের মেস ও বাসা ভাড়ার জন্য মালিকরা অমানবিক চাপ প্রয়োগ করছে। তাই ছাত্রদের মেস ভাড়া মওকুফের দাবি জানানো হয়।

Check Also

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস। তিনি বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, ভাষা আন্দোলনের নেতা, ডাকসুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *