শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যের ওয়েলসের নিউপোর্ট শহরে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আপন দুই ব্রিটিশ বাঙালি ভাই এক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন। গত ২২ এপ্রিল তাদের মৃত্যু হয়।
এর তিন সপ্তাহ পূর্বে তাদের পিতা গোলাম মোহাম্মদ মৃত্যুবরণ করেন।করোনাভাইরাসে মারা যাওয়া দুই ভাই হলেন গোলাম আব্বাস (৫৯) ও রেজা গোলাম (৫৩)। তারা একটি নিউজ এজেন্ট শপের মালিক ছিলেন।
রয়্যাল জয়েন্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের পিতা গোলাম মোহাম্মদ ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত ইসলামিক স্যোসাইটি অফ ওয়েলস মস্কের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
বিবিসি জানিয়েছে, গত ২০ বছর যাবৎ নিউপোর্টের অ্যাভনমাউতের নিজস্ব নিউজ এজেন্ট শপ পরিচালনা করে আসছিলেন মারা যাওয়া দুই ভাই। তাদের দুজনকেই সেন্ট উলোস কবরস্থানে পিতার কবরের পাশে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাসের মহামারিতে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে প্রায় দেড়শ’ ব্রিটিশ বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃতদের বয়স ২২ থেকে ৮৫ বছর পর্যন্ত। এদের মধ্যে মসজিদের ইমাম, ডাক্তার, আইনজীবী, রেস্টুরেন্ট ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন।