দীপক আগারওয়ালকে সব ধরণের ক্রিকেটীয় কার্যক্রম থেকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞাসহ ২ বছরের জন্য নিষিদ্ধ করলো ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দুর্নীতি বিরোধী আইন ভঙ্গ করায় তাকে এ শাস্তি দিয়েছে সংস্থাটি। বুধবার (২৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন আইসিসির মহা ব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল।
আবুধাবির টি-টেন লিগে সিন্ধি দলের একজন মালিক এই দীপক আগারওয়াল। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৮’এর টি-টেন লিগ চলাকালীন আইসিসির কোড অব কন্ডাক্ট ভেঙ্গে অনৈতিক কাজের সঙ্গে লিপ্ত হন তিনি।
পরে তদন্ত শুরু হলে, সাহায্য না করে, বাঁধা দেয়ার চেষ্টা করেন এ বাজিকর। যা আইসিসির আইন বিরোধী। এ কারণে দীপকের বিরুদ্ধে ২ বছরের নিষেধাজ্ঞা জারি করে আইসিসি। পরবর্তীতে নিজের দোষ স্বীকার করে নেয়ায় এবং তদন্তে সাহায্য করায় ৬ মাসের স্থগিত নিষেধাজ্ঞা দেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
আইসিসির বিবৃতি অনুসারে, ২০২১ সালের ২৭ অক্টোবর পর্যন্ত কোন ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না দীপক আগারওয়াল।
এর আগে, দীপক আগারওয়ালের কাছ থেকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেয়েও না জানানোয় ১ বছরের জন্য নিষিদ্ধ হন বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান।