ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) গত বছর জ্যামাইকা তালওয়াসের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করেছিলেন ক্রিকেটার ক্রিস গেইল। কিন্তু বছর না যেতেই উইন্ডিজ এ ব্যাটিং দানবকে ছেড়ে দেয় তালাওয়াস। এর জন্য দলের সহকারী কোচ রামনরেশ সারওয়ানকে দায়ী করছেন গেইল।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে ক্রিস গেইল বলেন, সারওয়ান তুমি এখন করোনা ভাইরাসের থেকেও খারাপ। জামাইকা দলে যা ঘটল, তুমি পিছন থেকে কলকাঠি নেড়েছ। সারওয়ান, তুমিই তো আমার জন্মদিনের পার্টিতে এসে বড় বড় লেকচার দিয়েছিলে। তুমি আসলে একটা সাপের মতো।
সারোয়ানকে নিয়ে গেইল আরও বলেন, তুমি ভালো করেই জানো, ক্যারিবিয় অঞ্চলে তুমি মোটেও জনপ্রিয় না। তুমি আসলে প্রতিহিংসাপরায়ণ, অপরিণত এবং এমন একজন যে পিছন থেকে ছুরি মারো।
গেইল আরও বলেন, প্রত্যেকের সঙ্গে তুমি এমন ব্যবহার কর যেন তুমি সাধু। তুমি আসলে একটা শয়তান, দুশ্চরিত্র এবং বিষ। জামাইকায় তুমিই ষড়যন্ত্র করলে। আমি সারওয়ানকে সরাসরি বলেছিলাম, হেড কোচ হওয়ার মতো অভিজ্ঞতা ওর নেই।
সারওয়ানকে মিথ্যাবাদী বলে গেইল আরোও বলেন, প্রতিদিন ক্রিকেটারদের সে অনেক মিথ্যা কথা বলত। ক্রিকেটারদের উপর কার্যত কারফু জারি করে রাখে ও। জামাইকা দলেই দায়িত্ব নিয়ে আবার বলে টিমে এত জামাইকান কেন!