শরীয়তপুরের জাজিরা উপজেলায় মৎস্যজীবীদের মধ্যে বিতরণের ৯ বস্তাচলসহ একজন ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে জাজিরার বিলাসপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য মো. সেলিম মোল্লাকে (৪৩) আটক করা হয়।
জাজিরা থানার পরিদর্শক (তদন্ত) এস এম মজিদ বকুল জানান, বিলাসপুর ইউনিয়নের জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। ৯নং ওয়ার্ডের ২৮ জন জেলেকে ৪০ কেজি করে চাল বিতরণ করা হলে ও উক্ত ওয়ার্ড মেম্বার জেলেদেরকে তার বাড়ি নিয়ে ১০ কেজি করে চাল রেখে দেন। এ ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থল থেকে ৯ বস্তা ভিজিএফের চালসহ মেম্বার সেলিম মোল্লাকে আটক করে।
বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের সরদার বলেন, আমার অনুপস্থিতিতে আমার পরিষদের দায়িত্বপ্রাপ্ত সচিব ও মেম্বাররা জেলেদের ভিজিএফের চাল বিতরণ করেন।