শরীয়তপুরে খাল কাটার কাজে ঠিকাদারের লোকজনকে মারধর ও চাঁদা দাবির মামলায় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে তাকে কোর্টে সোপর্দ করা হয়। আনোয়ার হোসেন হাওলাদার সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের চেয়ারম্যান।
পালং মডেল থানার ওসি আসলাম উদ্দিন জানান, গারিয়া ইউনিয়নের দাদপুর সিনিয়র মাদ্রাসা থেকে তুলাতলা খাল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের একটি খাল খনন কাজ চলছে। এ খালের খনন কাজের ঠিকাদার আংগারিয়া এলাকার মতিউর রহমান মামুন।
ঠিকাদারের ম্যানেজার মজিবর সরদার চাঁদা দিতে অস্বীকার করলে চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার ও তার লোকজন ঠিকাদারের ম্যানেজার মজিবর ও তার ছোট ভাই এমদাদ সরদারকে বেদম মারধর করে।
এ ঘটনায় ঠিকাদার মামুন বাদী হয়ে ১৩ এপ্রিল চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদারসহ ১৪ জনকে আসামি করে পালং মডেল থানায় মামলা করেন। এ মামলায় সোমবার আনোয়ার হোসেন হাওলাদারকে গ্রেফতার করা হয়।