মাগুরার মহম্মদপুরে বিয়ের দাবিতে এসএসসি পরীক্ষার্থী তুহিন বিশ্বাস নামে এক যুবকের বাড়িতে অনশন করে এক কলেজছাত্রী। অনশনের তিন দিন পর ইউএনওর অনুমতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
শুক্রবার সকালে ওই ছাত্রী তুহিনকে তার প্রেমিক দাবি করে তার বাড়িতে অবস্থান নেয়। ছাত্রীটি আসার পর কৌশলে তুহিন পালিয়ে যায়। মেয়েটি তিন দিন তুহিনের বাড়ির দরজায় অবস্থানের পরও ছেলেটির পরিবার তাকে মেনে নিতে অস্বীকৃতি জানায়।
পরে মেয়েটি আত্মহত্যার হুমকি দিলে ইউএনওর অনুমতিতে রোববার রাতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
তুহিন বাবুখালি আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
জানা গেছে, তুহিন এবং ওই মেয়েটি এক সঙ্গেই পড়াশুনা করত। পরে তুহিন এসএসসি পরীক্ষায় ফেল করে। শুক্রবার সকালে তুহিনের বাড়িতে অবস্থান নেয় কলেজছাত্রী। পরে দুই পরিবারের মতামতের ভিত্তিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায় মহম্মদপুর ইউএনওর অনুমতিতে তাদের বিয়ে হয়।
বাবুখালি ইউপি চেয়ারম্যান মীর সাজ্জাদ হোসেন বলেন, ইউএনওর অনুমতিতে বিয়ে সম্পন্ন হয়েছে।