বকেয়া বাড়িভাড়া পরিশোধ না করায় একটি পরিবারকে বের করে দেয়ার অভিযোগে বাড়ির মালিককে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকায় থেকে অভিযুক্ত বাড়িওয়ালাকে গ্রেফতার করা হয়।
র্যাব-২ এর অফিসার মেজর আরিফিন রকি যুগান্তরকে জানিয়েছেন, গ্রেফতার বাড়িওয়ালার নাম নূর আক্তার সম্পা। অবৈধ অনুপ্রবেশ, প্রাণনাশের হুমকি এবং কানের দুল ছিনিয়ে নেয়াসহ ৫ টি ধারায় সম্পাকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব অফিসার আরও জানান, ভুক্তোভোগী সেলিম ও কুলসুম তাদের ৩ সন্তান নিয়ে সম্পার বাড়িতে ভাড়া থাকতেন। মার্চ মাসের ভাড়া বকেয়া থাকার কারণে ওই পরিবারকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছিল।
সূত্র জানায়, গত ১৮ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে স্বামী শহিদুল্লাহ খানকে নিয়ে বাড়ির নিচতলার ভাড়াটিয়া সেলিম হোসেনের কাছে গিয়ে মার্চ মাসের ভাড়া চান সম্পা। লকডাউনের কারণে সব কাজ বন্ধ হওয়ায় ভাড়া পরিশোধ করতে অপারগতা প্রকাশ করেন ভাড়াটিয়া সেলিম।
আগামী মাসে এক সঙ্গে দুই মাসের ভাড়া দেবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। কিন্তু সে কথা না মেনে রাত সাড়ে ১০টার দিকে ভাড়াটিয়া সেলিমকে সপরিবারে বের করে মূল গেটে তালা লাগিয়ে দেন সম্পা। পরে এই ঘটনায় কলাবাগান থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তোভোগী সেলিম হোসেন।