Breaking News

জীবনই যদি না থাকে তবে কী লাভ উন্নয়নে, প্রশ্ন ফারুকীর

মোস্তফা সরয়ার ফারুকী

করোনাভাইরাসের এই মহামারিতে অনেকেই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও চলছে আলোচনা-সমালোচনা। অভিযোগের আঙুল স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকে। এবার জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও কথা বলেছেন দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে।

ফেসবুকে গুণী এই নির্মাতা লিখেছেন, ‘জানিনা কত দাম দিয়ে এবারের এই ঝড় থেকে আমরা বেরিয়ে আসতে পারব! তবে বেরিয়ে এসে আমাদের প্রথম কাজ হবে, স্বাস্থ্য বিভাগ ঢেলে সাজানো। এবার তো আমরা দেখলাম, এই এতগুলা বছর ধরে আমরা কী রকম অকেজো এবং ফাঁপা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলছি! এবার এটার উন্নয়নে নজর দেয়াই হবে প্রথম কাজ।’

ফারুকী আরও লিখেছেন, ‘মনে রাখতে হবে, মানুষের জীবন রক্ষাই হচ্ছে আসল উন্নয়ন! জীবনই যদি না থাকে, তবে কী লাভ ওই উঁচু উঁচু উন্নয়নে? আর দ্বিতীয় কাজ হইতে হবে, পরিবেশ বিনাশী সব উন্নয়ন প্রকল্প রিভিউ করে বাতিল করা।’

Check Also

Following consecutive remands; Jamaat leaders were sent to jail

The Jamaat leaders, who were arrested from an organizational meeting on last 6th September, were …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *