১. সকল প্রকার প্রণোদনা অবশ্যই সুদ ও লাভ মুক্ত হতে হবে।
২. কৃষি খাতে পাঁচ হাজার কোটি টাকা নয়, ত্রিশ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা করা।
৩. সকল প্রকার প্রণোদনা প্রকৃত পাওনাদারদের হাতে পোঁছে দেয়ার ব্যবস্থা গ্রহণ করা।
৪. দুর্নীতি, দলপ্রীতি, স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে ইনসাফের ভিত্তিতে দায়িত্ব পালন করা।
৫.স্বল্পমূল্যের যেসমস্ত খাদ্য সামগ্রী জনগণের মাঝে পৌঁছানোর উদ্যোগ নেয়া হয়েছে সেগুলোর নিরাপত্তা বিধান করতে হবে।
৬.স্বল্প আয়ের যে সমস্ত মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন তাদেরকে আগামী ছয় মাস পর্যন্ত খাদ্যে ভর্তুকি দিয়ে অতি অল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ নিশ্চিত করতে হবে।
৭.যারা বিভিন্ন প্রাইভেট সেবাখাতে চাকরি করতেন তাদের কমপক্ষে তিনমাস বেতন পাওয়ার নিশ্চয়তা বিধান করতে হবে।
৮.সরকারের পক্ষ থেকে প্রবাসীদের এই সংকট সমাধানে জরুরী ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।
৯.স্বাস্থ্য খাতের প্রতি সরকারকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করে, যাতে অনায়াসে করোনাভাইরাস আক্রান্তসহ সকল মানুষ ন্যায্য সুবিধা পায় তা সরকারকে নিশ্চিত করতে হবে।
সর্বোপরি এখন সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্যের। বারবার আমরা ডাক দিয়েছি। অনেকেই দিলখোলা ডাক দিয়েছেন।
কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কেনো সাড়া আমরা লক্ষ্য করছি না। বিলম্ব না করে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে এই পরিস্থিতি উত্তরণের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।