Breaking News

শহীদ ডা. মঈন কে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সৃষ্ট মানবিক সংকটে নিজের জীবন বাজি রেখে চিকিৎসা সেবা প্রদানকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন বীরত্ব গাথা ও আত্মত্যাগের মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ডা. মঈনের আত্মত্যাগ বাঙালি জাতি চিরকাল স্মরণ করবে বলেও তিনি উল্লেখ করেন। বুধবার (১৫ এপ্রিল) এক শোকবার্তায় ওবায়দুল কাদের ডা. মঈনসহ করোনায় আক্রান্ত হয়ে দেশে-বিদেশে সব বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘ডা. মঈন যুগ যুগ ধরে আর্তমানবতার সেবায় নিয়োজিতদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন। আওয়ামী লীগের পক্ষ থেকে দেশপ্রেমিক এই চিকিৎসকের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’

শোক বিবৃতিতে ওবায়দুল কাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। বিবৃতিতে তিনি ডা. মঈনের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন,

সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা প্রতিরোধ যুদ্ধে সামনে থেকে যেসব চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী জীবন বাজি রেখে সেবা প্রদান করে চলেছেন,

তাদের সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা। দেশের এই ক্রান্তিলগ্নে মানবিক হৃদয়ের অধিকারী এসব দেশপ্রেমিক মহৎপ্রাণ ব্যক্তির ত্যাগ ও মহত্ত্বের কথা বাংলাদেশের মানুষ চিরকাল স্মরণ করবে।

Check Also

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস। তিনি বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, ভাষা আন্দোলনের নেতা, ডাকসুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *