Breaking News

লকডাউন অমান্য করায় ভারতীয় ক্রিকেটারের জরিমানা

করোনাভাইরাসের কারণে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে পুরো ভারত। অথচ লকডাউনের নিয়মভঙ্গ করায় জরিমানা দিতে হল ভারতীয় তারকা ক্রিকেটার ঋষি ধাওয়ানকে,টাইমস অফ ইন্ডিয়ার সূত্রে জানা যায়,

হিমাচল প্রদেশের ক্রিকেটার ঋষি ধাওয়ান লকডাউনের মধ্যে ব্যাংক থেকে নিজের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। করোনাভাইরাসের সংকট মুহূর্তে গাড়ি নিয়ে বের হওয়ার কারণে পাঁচশত টাকা জরিমান দিতে হয়েছে ভারতীয় এ তারকা ক্রিকেটারকে।

ভারতীয় জাতীয় দলের হয়ে ২০১৬ সালে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পান ঋষি ধাওয়ান। আইপিএলসহ ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত মুখ ৩০ বছর বয়সী এ অলরাউন্ডার।

ঘরোয়া ক্রিকেটে ৭৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ঋষি ধাওয়ান ব্যাট হাতে ৩ হাজার ৭০২ রান সংগ্রহের পাশাপাশি ৩০৮টি উইকেট শিকার করেছেন। আর লিস্ট এ ক্রিকেট ৯৬ ম্যাচে ১ হাজার ৭৭৭ রান সংগ্রহের পাশাপাশি পেস বোলিংয়ে শিকার করেন ১২৫ উইকেটে।

Check Also

আফগানে স্থিশীলতা চায় জামায়াত

ভ্রাতৃপ্রতিম দেশ আফগানিস্তানে তিন যুগের অধিক সময় ধরে চলে আসা অস্থিরতা, সহিংসতায় জান-মাল, ইজ্জত-আব্রুর সীমাহীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *