বগুড়ার সোনাতলা থানা পুলিশ খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মিঠু মণ্ডল (৩৫) নামে এক কৃষক লীগ নেতাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকালে উপজেলার মধুপুর ইউনিয়নের দড়ি হাঁসরাজ গ্রামের বাড়ি থেকে চালসহ তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী বলছেন, তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি। সোনাতলা থানা এসআই রহিম উদ্দিন তার বিরুদ্ধে মামলা করেছেন। শুক্রবার মিঠুকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
তবে জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে দাবি করেছেন, মিঠু তাদের সংগঠনের কেউ নন। সোনাতলা থানার ওসি আবদুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, মিঠু মিয়া সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের দড়ি হাঁসরাজ গ্রামের মৃত অফিজ উদ্দিনের ছেলে।
তিনি ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি। তিনি জানান, বৃহস্পতিবার বিকালে গোপনে খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে ১০ টাকা কেজি দরে বিক্রির খাদ্যবান্ধব কর্মসূচির ৫০ বস্তা চাল উদ্ধার ও
মিঠুকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠু জানান, তিনি চালকগুলো কার্ডধারীদের কাছে থেকে কিনেছেন। যুগান্তরের সৌজন্যে