Breaking News

মানব রুপে যেন এক ফেরেশতা!

এই ছবিতে যে ভদ্রলোকটিকে দেখতে পাচ্ছেন, তার নাম ফখরুল ইসলাম। তিনি পেশায় একজন চিকিৎসক। পাশে যে দুজনকে পিপিই পরিহিত দেখছেন তারা ডাক্তার ফখরুল ইসলামের মেয়ে। মেয়ে দুজনও ডাক্তার।

বাবা প্রত্যেকদিন তার কলিজার টুকরো মেয়েদেরকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করার জন্য হাসপাতালে পাঠিয়ে দেন। আক্রান্ত রোগীর সংস্পর্শে গিয়ে মেয়েরাও আক্রান্ত হতে পারে জেনেও তিনি আল্লাহ তায়ালার ওপরে ভরসা করে পাঠিয়ে দেন।

সওয়াবের প্রত্যাশা করেন। গোটা জাতিকে বাঁচানোর জন্য তাঁর মেয়েদের তিনি আল্লাহর নামে উৎসর্গ করেছেন। প্রত্যাশা এতোটুকুই, দুনিয়ায় এর বিনিময় না পেলেও যেন পরকালে পান। আল্লাহ তায়ালা পাকিস্তানের এই ডাক্তার পরিবারের সবাইকে উত্তম বিনিময় দান করুক। কবুল করুক ওদের লিল্লাহ এই খেদমত কে।

এইদিকে বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। বুধবার রাত ১১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে মৃত্যু হয়েছে ৮৬ হাজার ৩০৩ জনের। সুস্থ হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ৫২০ জন।

করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় ইতালি সবার ওপরে। এ দেশে মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ৬৬৯ জনের। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৪২২ জন। আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৪৯১ জন।

Check Also

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস। তিনি বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, ভাষা আন্দোলনের নেতা, ডাকসুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *