হাজার হাজার মানুষের মধ্যে সংঘ’র্ষ-দেশজুড়ে বাইরে যেতে মানা, আর ব্রাহ্মণবাড়িয়ায় মানুষ এখনও মেতে আছেন মা’রামারিতে। মাস্ক পরে, সামাজিক দুরত্ব বজায় রেখে নাকি চলছে মা’রামারি! মা’রামারির এ ঘটনায় আশ্চর্য এলাকার শিক্ষিত মানুষ এবং হ’তাশ প্র’শাসন।
গেল বুধবার (১ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার বৈস্যুর গ্রামে লুডু খে’লায় চু’রি করা নিয়ে শুরু হয় ঝ’গড়া, যা পরে রূপ নেয় সং’ঘর্ষে। দা’ ব’ল্লম নিয়ে সং’ঘর্ষে লি’প্ত হয় শত শত মানুষ। আহত হোন ২০ জন। এদিকে শুক্রবার (৩ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার আরেকগ্রামে
মাটি কাটা শ্রমিকের সং’ঘর্ষে প্রা’ণ যায় এক শ্র’মিকের। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পু’লিশ সুপার মাসুদ রানা বলেন, ‘সরকারি নীতিমালা প্র’তিষ্ঠা করার লক্ষে আমরা কিছু লোক ঠিক করেছিলাম। যারা মেম্বার, চেয়ারম্যান। কিন্তু দু’র্ভাগ্যজনকবসত
কিছু কিছু মেম্বার চেয়ারম্যান-ই এইসব মা’রামারিতে জড়িয়ে পড়ছে।’ অথচ দেশজুড়ে চলছে অ’ঘোষিত ল’কডাউন। কিন্তু এক ব্রাহ্মণবাড়িয়া জেলায় গত ২ মাসে ঘটেছে এমন ২৫ টি মা’রামারির ঘটনা। যাতে আহত হয়েছে অন্তত ১০০ জন মানুষ
আর এই মা’রামারিতে যোগ দেয় কয়েক হাজার গ্রামবাসী। মা’রামারির সময় তারা নাকি মাস্ক ব্যবহার করেছেন, পরেছেন গ্লাভস। অপরদিকে সা’মাজিক দুরত্ব বজায় রাখতে ব্য’বহার করেছেন বড় বড় লা’ঠি।jagoreport24