Breaking News

করোনা মোকাবেলায় চীনের অবিশ্বাস্য সাফল্যের রহস্য ফাঁ’স!

প্রা’ণঘা’তী করোনাভাইরাসের বি’ষা’ক্ত ছো’বলে কাঁ’পছে গো’টা বিশ্ব। ভাইরাসটি ছ’ড়িয়ে পড়েছে বিশ্বের ২ শতাধিক দেশে। এর প্রকো’পে ইউরোপের দেশ ইতালি ও স্পেন পরিণত হয়েছে ভ’য়ঙ্ক’র মৃ’ত্যুপুরীতে। এছাড়া ফ্রান্স, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রও মৃ’ত্যুপুরী হওয়ার পথে। প্রা’ণঘা’তী এই ভাইরাসটির উৎ’পত্তি হয়েছিল চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে।

বেশ কিছু দিন সেখানে তা’ণ্ডব চালালেও বর্তমানে প’রিস্থি’তি স্বাভাবিক হয়ে এসেছে।কিন্তু কীভাবে এত অল্প সময়ে এই প্রাণঘা’তী এই ভাইরাসের প্রা’দুর্ভা’ব নিয়’ন্ত্রণে আনল চীন? এ কারণে অনেকেরই সন্দে’হ, চীনারা গো’পনে করোনাভাইরাস মো’কাবে’লার পথ বের করে ফেলেছে। এ ধারণা যে একেবারে অমূ’লক নয়, সম্প্রতি তা নিশ্চিত করল চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি পরিচালিত সংবাদপত্র গ্লোবাল টাইমস।

রবিবার সংবাদমাধ্যমটি এক টুইটবার্তায় জানিয়েছে, করোনাভাইরাস ঠে’কাতে কোনও ওষুধ বা প্রতিষে’ধ’ক নয়, বরং নতুন এক ধরনের ন্যানোম্যাটেরিয়াল আবিষ্কার করেছেন চীনা গবেষকরা। এটি যেকোনও ভাইরাস মো’কাবে’লায় ৯৯ দশমিক ৯ শতাংশ পর্যন্ত কা’র্যকরী হতে পারে। নতুন ন্যানোম্যাটেরিয়ালটি যেকোনও ভা’ইরাস শু’ষে নিতে বা অকা’র্যকর করে দিতে পারে।

সাধারণত বিভিন্ন ধরনের পণ্য তৈরি, প্রস্তুতকরণ প্রক্রিয়া, রং, ফিল্টার, লুব্রিকেন্টসহ স্বাস্থ্যসেবাতেও ন্যানোম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। স্বাস্থ্যখাতে ব্যবহৃত ন্যানোজাইমস একপ্রকার ন্যানোম্যাটেরিয়াল, যা অনেকটা এ’নজা’ইমের মতো আ’চরণ করে। চীনা সংবাদমাধ্যমের দাবি, এরই মধ্যেই ওই গবেষক দল দেশটির বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলেছে এবং এই ন্যানোম্যাটেরিয়াল দিয়ে মাস্ক ও পিপিই (পারসোনাল প্রটে’কটিভ ইক্যুয়ি’পমেন্ট) বানানোর পরামর্শ দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) মতে, বিজ্ঞানীরা এখনও ন্যানোম্যাটেরিয়ালের প্রকৃত সংজ্ঞা নির্ধারণ করেননি। তবে এটিকে ন্যানোমিটারে পরিমাপ করে এর আংশিক চারিত্রিক বৈশিষ্ট্যের বিষয়ে একমত হয়েছেন তারা। ক্যা’ন্সার কো’ষ ধ্বং’স বা এর থেরাপির কা’র্যকারিতা বৃদ্ধির মতো বিষয়গুলোতে এটি ব্যবহার করা যেতে পারে বলে বিশ্বাস তাদের।

এনআইএইচ জানিয়েছে, যদিও ন্যানোম্যাটেরিয়ালের যথেষ্ট উপকারিতা আছে, তবে মানবদেহ এবং পরিবেশের ওপর এর পা’র্শ্বপ্রতিক্রি’য়া কী সে বিষয়ে এখনও খুব বেশি কিছু জানা যায়নি। উদাহরণস্বরূপ তারা বলছে, রূপার মতো পরিচিত ধাতব কণাও ন্যানো-আকারে নিয়ে গেলে সেটি ভ’য়াব’হ প্রতিক্রি’য়া তৈরি করতে পারে।

Check Also

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস। তিনি বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, ভাষা আন্দোলনের নেতা, ডাকসুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *