Breaking News

আজ মধ্যরাত থেকে দেশের সব বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ

চলমান করোনা সংকটের কারণে চারটি এয়ারলাইন্স বাদে দেশের সব বিমান বন্দরে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এ বন্ধের আদেশ বলবৎ থাকবে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান আরটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চারটি এয়ারলাইন্স বাদে সব বিমান বন্দরে সব আন্তর্জাতিক ফ্লাইট ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এই চারটি এয়ারলাইন্স হলো- চায়না ইস্টার্ন, চায়না সাউদার্ন, ক্যাথে প্যাসিফিক ও থাই এয়ারওয়েজ।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১১ হাজার ৪০১ জন দাঁড়িয়েছে। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৭৬ হাজার ৭ জন। বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

তবে এখন পর্যন্ত ৯১ হাজার ৯৫২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Check Also

গুম হওয়া পরিবারের আকুতি ওদের ফিরিয়ে দিন

এক হাতে স্বামীর ছবিসংবলিত একটি প্ল্যাকার্ড বুকে জড়িয়ে আর অন্য হাতে ছোট্ট সন্তানকে কোলের কাছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *