Breaking News

ব্রেকিং:যে কারণে অন্তত ৩০ কোটি মানুষ ভারতে করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা!

চীন, ইতালির পর ভারতে সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে বলে জানিয়েছেন ওয়াশিংটন এবং দিল্লি-ভিত্তিক সেন্টার ফর ডিজিজ, ডিনামিক্স, ইকোনমিক্স অ্যান্ড পলিসির পরিচালক ড. রামানান লাক্সমি নারায়ানান। বিবিসিকে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা অনুমান করতে যে গাণিতিক সূত্র অনুসরণ করা হয়েছে,

তা ভারতের ক্ষেত্রে প্রয়োগ করা হলেও কমপক্ষে ৩০ কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে। এই ৩০ কোটি মানুষের মধ্যে ৪০ থেকে ৮০ লাখ মানুষের শারীরিক অবস্থা জটিল আকার ধারণ করতে পারে, যাদেরকে হাসপাতালে নিতে হবে।

এ জন্য দেশটিকে অতি জরুরি ভিত্তিতে ‘করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সুনামির’ জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বর্তমানে সরকারি হিসাবে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা মাত্র ১৪৯ জন। তবে এই বিশেষজ্ঞ মনে করেন, পরীক্ষা কম হচ্ছে বলে সংখ্যা এত কম।

তিনি জানান, এখন যেসব দেশে মহামারি চলছে, সেসব দেশের পরিস্থিতি থেকে ভারত সম্ভবত দুই সপ্তাহ পেছনে। এ কারণে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে সুনামির মতো রোগীর স্রোতের সৃষ্টি হবে। কারণস্বরুপ তিনি জনসংখ্যার ঘনত্বকে এই পরিস্থিতির প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন।

পরামর্শস্বরূপ তিনি বলেন, যেহেতু ইউরোপের আক্রান্ত দেশগুলোর তুলনায় ভারতের চিকিৎসার অবকাঠামো অনেক দুর্বল তাই সুনামি ধেয়ে আসার আগেই বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা চালাতে হবে।

Check Also

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস। তিনি বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, ভাষা আন্দোলনের নেতা, ডাকসুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *