Breaking News

যে কারণে হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে থাকা ইতালিফেরতদের বিক্ষোভ

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে থাকা ইতালিফেরতরা বিক্ষোভ ও হট্টগোল করছেন। অন্যদিকে ক্যাম্পের বাইরে তাদের স্বজনেরাও বিক্ষোভে নেমে পড়েছেন। তাদের শান্ত করতে আইন-শৃঙ্খলা বাহিনী হিমশিম খাচ্ছে।

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ভয়াবহভাবে আক্রান্ত দেশ ইতালির রোম থেকে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের ইকে- ৫৮২ নম্বর ফ্লাইটে শনিবার সকালে ঢাকায় আসেন ১৪২ জন বাংলাদেশি। পরে তাদেরকে হজ ক্যাম্পে নেয়া হয়। দুপুরের দিকে ইতালিফেরতরা বিক্ষোভ শুরু করেন।

এক পর্যায়ে তারা ক্যাম্প থেকে বেরিয়ে যাওয়ারও চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে বেধে যায় হট্টগোল। ইতালিফেরতদের অভিযোগ, হজ ক্যাম্পে আনার পর তাদের কর্তৃপক্ষ কিছুই বলছে না। শুধু পানি ছাড়া তারা কোনো খাবার পাচ্ছেন না।

এ সময় তারা বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে চান বলে দাবি তোলেন। হজ ক্যাম্পের গেটে বিক্ষোভরত ইতালিফেরত এক ব্যক্তি সাংবাদিকদের বলেন, আমাদের রোমে পরীক্ষা করা হয়েছে। পরে দুবাইয়ে আরেক দফা পরীক্ষা করা হয়েছে।

কিন্তু সেখানে করোনাভাইরাসের কোনো আলামত পাওয়া যায়নি। বাংলাদেশে আসার পর এখন এখানে রাখা হয়েছে। কিন্তু এখনো কোনো স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। তবে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক

অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, হজ ক্যাম্পে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে কারও শরীরেই করোনাভাইরাস পাওয়া যায়নি। প্রাথমিকভাবে কারো দেহে এ ভাইরাস ধরা না পড়লেও তাদের দুই সপ্তাহে কোয়ারেন্টাইনে রাখা হবে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ইতালিফেরত বাংলাদেশিদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত নন। স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমনের কোনো ঝুঁকি দেখা না গেলে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।

Check Also

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস

অধ্যাপক গোলাম আযম একটি নাম, একটি ইতিহাস। তিনি বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, ভাষা আন্দোলনের নেতা, ডাকসুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *